ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

র‍্যাব-৯ এর নতুন অধিনায়ক লে. কর্নেল রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
র‍্যাব-৯ এর নতুন অধিনায়ক লে. কর্নেল রহমান

সিলেট: লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন।
 
রোববার (৯ জানুয়ারি) র‍্যাব-৯ এর মিডিয়া উইং কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

  

র‍্যাব-৯ এর নতুন অধিনায়ক আগের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের (পিএসসি, এএসসি) কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম নিজস্ব ইউনিট বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন। সিলেটে যোগদানের আগে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি) র‍্যাব-৮ (বরিশাল বিভাগ)-এ কর্মরত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।