ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান: বান্দরবান-রোয়াংছড়ি উপজেলা সড়কের হানসামাপাড়া এলাকায় নোয়াপতং খালের উপর নির্মিত পুরানো সংযোগ বেইলি ব্রিজের পাটাতন সরে পড়ে যায়। ফলে বান্দরবানের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে রোয়াংছড়ির উদ্দেশে বালুবোঝাই একটি ট্রাক হানসামাপাড়া এলাকার সেতুর উপর দিয়ে যাওয়ার সময় সেতুর এক পাশ থেকে পাটাতন ভেঙে সরে পড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হানসামাপাড়ার পুলিশ ক‍্যাম্পের আইসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বান্দরবান থেকে বালুবোঝাই একটি ট্রাক রোয়াংছড়ি যাচ্ছিল। হানসামা এলাকায় পৌঁছে বেইলি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় মাঝখান থেকে দুটি পাটাতন ভেঙে সরে পড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, পাটাতন ভেঙে সরে পড়ে যাওয়ায় বড় কোনো যান চলাচল করতে পারছে না এ সড়কে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।