ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে লেগুনার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
সিলেটে লেগুনার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত 

সিলেট: সিলেটে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাবিব আহমদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাবিব আহমদ (১৮) সিলেট নগরের হাতিমবাগ এলাকার বাসিন্দা ইকবাল আহমদের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

সোমবার (১০ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কোনারচর এলাকায় একটি লেগুনার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাবিব আহমদ। তাকে উদ্ধার করে স্থানীয় নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দোহা বলেন, দুর্ঘটনার পরিচয় শনাক্তের চেষ্টা চালান। সন্ধ্যার দিকে ওই মোটরসাইকেল আরোহী মারা যান। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এনইউ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।