ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু ...

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ (৬৫) ও তরুণী (২৫) নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (৯ জানুয়ারি) রাতে টঙ্গীর গাজীবাড়ি ও বউ বাজার এলাকায় পৃথক ঘটনায় দুটি ঘটেছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস টঙ্গীর গাজীবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপরদিকে রাত ১২টার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। মরদেহ দু'টি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।