ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে ‘বাঘের পায়ের ছাপ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে ‘বাঘের পায়ের ছাপ’ বাঘের পায়ের ছাপ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মহসিন সাহেবের হুলায় বাঘের পায়ের একাধিক ছাপ দেখা গেছে।

স্থানীয়রা ধারণা করছেন, সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে মালঞ্চ নদী পার হয়ে সুন্দরবনের বাঘ লোকালয়ে এসেছিল।

যার একাধিক পায়ের ছাপ মহসিন সাহেবের হুলায় মালঞ্চ নদীর চরে দেখা গেছে।  

স্থানীয় পর্যটক গাইড ও প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম জানান, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক বেড়িবাঁধের কাজ করতে গিয়ে প্রথমে বাঘের পায়ের ছাপগুলো দেখতে পান। পরে বনবিভাগের লোকজন এসে ছবি তুলে নিয়ে যায়।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে বনবিভাগের টিম পাঠানো হয়। একইসঙ্গে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।