ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ইজিবাইকের ধাক্কায় বাইক থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
ইজিবাইকের ধাক্কায় বাইক থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এরশাদ হোসেন জুলফিকার (৫০) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছেন।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এর আগে সকালে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর বাইপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।  

নিহত জুলফিকারের বাড়ি সদর ইউনিয়নের আজিজনগর মাথাফাটা গ্রামে। তিনি বুড়াবুড়ি মণ্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন ওই প্রধান শিক্ষক। পথে আজিজনগর বাইপাস এলাকায় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।