ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
সিলেটে ট্রাকচাপায় নারীর মৃত্যু ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকের চাপায় আসাম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসাম শ্রীপুরের গুচ্ছগ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।  

জানা গেছে, ওই নারীকে চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ট্রাকটি আটক করে। অথচ ট্রাক আটকের ঘটনায় বিকেলে উল্টো ট্রাক শ্রমিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন তারা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ জানায়, এদিন দুপুর দেড়টার দিকে রাস্তা পারাপারের সময় আসমাকে দ্রুতগামী একটি ট্রাকের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আসমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বাংলানিউজকে বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান ওই নারী। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ট্রাকটি আটক করলে শ্রমিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।