ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর মাতুয়াইল এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মামুন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মাতুয়াইল আদর্শনগরে এ দুর্ঘটনা ঘটে।

মামুনকে আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান।

মামুন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মন্টু মিয়ার ছেলে।  

নিহত মামুনের চাচা আতিকুর রহমান জানান, তারা বেশ কয়েকদিন ধরে ভবনটিতে কাজ করছিলেন। মামুন রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। দুপুরে ১০তলা ভবনের দ্বিতীয় তলা থেকে বাঁশ নিয়ে উপরে উঠছিলেন মামুন। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গায় পড়ে যান। পরে আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।