ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বংশাল থানার পেছনেই পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
বংশাল থানার পেছনেই পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ঢাকা: রাজধানীর বংশাল থানার পেছন থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-ঠিকানা এখনও জানা সম্ভব হয়নি।

আনুমানিক বয়স হবে ৩০ বছর।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

তিনি জানান, অজ্ঞাত ওই ব্যক্তি ভবঘুরে। ধারনা করা হচ্ছে তিনি মাদকাসক্ত ছিলেন। থানার ঠিক পেছনে দুই ভবনের মাঝ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে অসুস্থ জনিত কারণে কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে তার।


তিনি আরও জানান, পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।