ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ভাসছিল যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
কাপ্তাই হ্রদে ভাসছিল যুবকের মরদেহ 

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১১জানুয়ারি) দুপুরে কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এক যুবক নদীতে নেমে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে কাপ্তাই উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজ করে দুপুরের দিকে ওই যুবককে উদ্ধার করে।  

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, উদ্ধার করা মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় না মিললে অজ্ঞাত দেখিয়ে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।