ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ডেভিড সাসোলির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
ডেভিড সাসোলির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ডেভিড সাসোলি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১জানুয়ারি) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলকে দেওয়া এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী স্মরণ করেন, ডেভিড সাসোলি একজন সহানুভূতিশীল সাংবাদিক এবং ইইউ পার্লামেন্টের একজন অসাধারণ সভাপতি ছিলেন। ডেভিড সাসোলির উত্তরাধিকার বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্রকে এগিয়ে যেতে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং তার প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার শান্তির জন্য তার প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।