ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ গার্মেন্ট শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ গার্মেন্ট শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)।  তারা ২ জনই উজান গোপিন্দী স্পেনিং মিলের শ্রমিক।

আহত হয়েছেন আরো ১১ জন নারী-পুরুষ। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মিল ছুটি হওয়ার পর কোম্পানির গাড়ী দিয়ে শ্রমিকরা তাদের বাড়ি ফিরছিল। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। আহতদের বেশীর ভাগের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।