ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

‘১৬ তারিখ খেলা হবে, নৌকা ডুবে হাতি যাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
‘১৬ তারিখ খেলা হবে, নৌকা ডুবে হাতি যাবে’

নারায়ণগঞ্জ: সেই আলোচিত স্লোগান ‘খেলা হবে’ পশ্চিমবঙ্গের নির্বাচনের পর এবার নারায়ণগঞ্জের নির্বাচনে ব্যবহার করা হয়েছে। নাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের হাতি মার্কার পক্ষে গণসংযোগের সময় তার কর্মী সমর্থকরা ‘খেলা হবে’ স্লোগানে গান বাজিয়ে শো-ডাউন করেন এবং নেচে গেয়ে ভোট চান।

বুধবার (১২ জানুয়ারি) সকাল হাজার হাজার নগরবাসীকে সঙ্গে নিয়ে নগরীর খানপুর থেকে প্রধান প্রধান সড়ক ঘুরে এ গণসংযোগ হয়। এ সময় নারী পুরুষ, তরুণ, যুবক, বৃদ্ধ সকলে নেচে গেলে মিছিল করে হাতি মার্কার পক্ষে ভোট চান।  

নির্বাচনের প্রচারণার অংশ নেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নাগরিক সামাজিক নানা সংগঠনের নেতারা।  

প্রচারণার এক পর্যায়ে এতে যুক্ত হন শিল্পী আসিফ আকবর। এ ছাড়া কয়েক হাজার মানুষও এতে অংশ নেন।

প্রচারণার সময় স্লোগান শোনা যায়, ‘১৬ তারিখ খেলা হবে, নৌকা ডুবে হাতি যাবে’।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।