ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
খিলক্ষেতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ ...

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাসার বাথরুমের দরজা ভেঙে গলায় গামছা পেঁচানো অবস্থায় পাপিয়া নামে (১১) এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খিলক্ষেত লেকসিটি কনকর্ড এলাকার একটি ভবনের লিফটের ১০ তলার একটি ফ্ল্যাটের বাথরুমের দরজা ভেঙে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই বাসায় মেয়েটি কাজ করত।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।