ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ ৩ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ ৩ মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৪৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।

সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষারিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করেন কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৪৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- এসএম আবু রাসেল স্বপন (৩১), মো. জাবেদ ওমর (৩৬) এবং মো. মুকুল হোসেন শেখ (৪৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমআরপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।