ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
হাতীবান্ধায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত ইমরান আলী ও আব্দুল্লাহ বিন নাঈম 

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন।  

বুধবার (১২ জানুয়ারি) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

 

নিহতরা হলেন- হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের বাসিন্দা ও হাতীবান্ধা সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারী ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ বিন নাঈম (৬) এবং নাঈমের চাচা ইমরান আলী।

স্থানীয়রা জানান, নাঈম তার বাবা ফারুক ও চাচা ইমরানের সঙ্গে মোটরসাইকেলে করে হাতীবান্ধা সদরের স্কুলে যাচ্ছিল। পথে সদরের আরডিআরএস অফিস সংলগ্ন এলাকায় এলে লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। গুরুত্বর আহত হন বাবা ও চাচা। আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা ও পরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে চাচা ইমরানের মৃত্যু হয়।  

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।