ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জেআরইউ সভাপতি আল-আমিন, সম্পাদক তাওহীদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
জেআরইউ সভাপতি আল-আমিন, সম্পাদক তাওহীদ আল-আমিন তালুকদার (সভাপতি) ও আব্দুল মন্নান তাওহীদ (সাধারণ সম্পাদক)

ঝালকাঠি: ঝালকাঠি জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ)’ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।  

১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার সভাপতি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের টাউনহল এলাকায় জেআরইউ কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশনার সনাক সভাপতি, প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।   

দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আতিকুর রহমান (জাগো নিউজ), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক কাজী সোলায়মান সুমন (বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া সম্পাদক মো. নাঈম হোসেন (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), নির্বাহী সদস্য শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), খালিদ হাসান তালুকদার (দীপ্ত টিভি), ইমাম হোসেন (বাংলাদেশ সমাচার) ও আরিফ সরদার (আমার সংবাদ, নলছিটি)।

নবনির্বাচিত কমিটির সভাপতি আল-আমিন তালুকদার বাংলানিউজকে বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ এবং পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে এ কমিটি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।