ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকায় ট্রাকচাপায় রাসেল আহম্মেদ (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাসেল ওই উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে নিজ কর্মস্থলে রওনা হন রাসেল। পথে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।