ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শুভসংঘের কম্বল পেল এতিম ছাত্ররা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
শুভসংঘের কম্বল পেল এতিম ছাত্ররা

কালের কণ্ঠের যুগপূর্তি উপলক্ষে যশোরের অভয়নগরে এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়েছে। অভয়নগর উপজেলা শুভসংঘের আয়োজনে বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে চলিশিয়া ইউনিয়নের কোটা মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।



এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক বাবুল, উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ, সাধারণ সম্পাদক তানভীর হাসান, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সাংবাদিক কামরুল হাসান, আশরাফ প্রিন্স, তারিম ইমন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।