'ঠাণ্ডাত কষ্টে আচুনু। তারপুর বিষ্টি আর বাতাসে গা থাইকি শীত য্যায় না।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে বুধবার দুপুরে গুরুদাসপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পত্রিকা হকারসহ ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী।
এ সময় কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আলী আককাছ, শুভসংঘের জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত ও সাধারণ সম্পাদক সুস্ময় দাস তনয়, গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক বাবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় কম্বল বিতরণ করেন প্রধান শিক্ষক সরোয়ার হোসেন পিঞ্জু। এ সময় বড়াইগ্রাম উপজেলা শুভসংঘের সভাপতি এস এম নিয়ামুল হোসেন নির্ঝরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বড়াইগ্রামের রোলভা বাজারের রহমত মিয়া (৭০), হালিমা বেগম (৯০), সখিনা বেওয়াসহ (৮১) অনেকেই কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সমৃদ্ধি কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআই