ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার সীমান্তে ৫ বাংলাদেশিকে পিটিয়েছে বিএসএফ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
মৌলভীবাজার সীমান্তে ৫ বাংলাদেশিকে পিটিয়েছে বিএসএফ ফাইল ছবি

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উপজেলা বাজারের অদূরে পাহাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫ বাংলাদেশিকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের ফেলে রেখে গেলে রাতে উদ্ধার করে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটে। বিএসএফের নির্যাতনের শিকার পাঁচ বাংলাদেশি হলেন- আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের নজির মিয়া, আহাদ মিয়া, আলিক মিয়া, হাবিব মিয়া ও আফজাল মিয়া।

পূর্ব কাঁঠালকান্দি গ্রামের মধুচাষী আজাদ মিয়া জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে আদমপুরের উপজেলা বাজারের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বাঁশ কাটতে গেলে বিএসএফ সদস্যরা ওই পাঁচ বাংলাদেশিকে ধরে বেধড়ক পেটায়। সন্ধ্যায় তাদেরকে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ফেলে রেখে যায়। পরে তাদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা রাতে ৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়।

তিনি আরও বলেন, আহতদের মাঝে আফজাল ও নজিরের অবস্থা গুরুতর।

অন্যদিকে, বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ওয়াশিম, সাজু, মোস্তাকিম, আফরোজ. ময়নুল, হারুন, শফিক ও আরিফ নামের ৮ বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। তাদের বাড়িও ইসলামপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামে।

এ বিষয়ে শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মিজানুর রহমান সিকদার জানান, পাহাড়ি নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভারতে অংশে কয়েকজন বাংলাদেশি প্রবেশ করেছিল। তখন বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেছে। কাউকে মারধর করা বা ধরে নেওয়ার মত কোনো তথ্য জানা নেই।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০২২
বিবিবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।