ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি সদস্যের গলায় টাকার মালা পরানো এসআই প্রত্যাহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
ইউপি সদস্যের গলায় টাকার মালা পরানো এসআই প্রত্যাহার  ইউপি সদস্যের গলায় টাকার মালা পরিয়ে দিচ্ছেন এসআই মমিনুল ইসলাম।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গলায় টাকার মালা পরিয়ে আলোচনায় আসা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।  

বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।

 

এদিন জেলা পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি এক আদেশে এসআই মমিনুলকে মাধবপুর থানা থেকে পুলিশ লাইন্সে ক্লোজড করেন। প্রশাসনিক কারণে পুলিশের এ সদস্যকে প্রত্যাহার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার নিশ্চিত করেন।

এর আগে গত ৫ জানুয়ারি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির তিন নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম মহালদারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন এসআই মমিনুল ইসলাম। পরবর্তীতে তাজুল ইসলামের গলায় টাকা ও ফুলের মালা পরিয়ে দেন এসআই মমিনুল। এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে পুলিশের সদস্য সমালোচিত হন।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।