ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় ট্রাকচাপায় নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
কসবায় ট্রাকচাপায় নিহত ২ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার খাড়েরা নামক স্থানে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের অটোরিকশাচালক কাউসার মিয়া (৩৫)।  

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে খাড়েরা এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী মারা যান। এসময় আহত হন অটোরিকশায় থাকা বাকি চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।  

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।