ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৯ হাজার ৭০০টি ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
বান্দরবানে ৯ হাজার ৭০০টি ইয়াবাসহ আটক ১

বান্দরবান: বান্দরবানে নয় হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ মাইকেল দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় তাকে বান্দরবানের আলীকদম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ সূত্রে জানা যায়, র‌্যাব-১৫ বান্দরবানের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে আলীকদম বাজার এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলীকদমের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক দাসের ছেলে মাইকেল দাসকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগে নয় হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।  

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, মাইকেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।