ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
গাজীপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু গাজীপুর

গাজীপুর: গাজীপুরে ডোবায় পড়ে আব্দুল্লাহ রহমান ফরহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।



নিহত ফরহাদ টাঙ্গাইলের ধনবাড়ী থানার সরা এলাকার শরিফুল ইসলামের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকতো ফরহাদ। তার বাবা শরিফুল ইসলাম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আজ সকালে ভাইয়ের সঙ্গে খেলছিল ফরহাদ। একপর্যায়ে পাশে রুবেল মিয়ার বাড়ির ডোবায় পড়ে যায় ফরহাদ। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।