ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
বাড্ডায় ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় বাসার ছাদ থেকে পড়ে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভাওয়ালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুবর্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়া বাড়িটির তত্ত্বাবধায়ক মো. আসাদ জানান, সকালে যখন সবাই কাজ করছিলেন, তখন সুবর্ণা ছাদে গিয়েছিলেন কোনো কাজে। কিছুক্ষণ পর জোরে একটি শব্দ হলে সবাই বাইরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। তখন সুবর্ণাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দু’তলা বাড়ির ছাদে রেলিং না থাকলেও বাঁশ দিয়ে চারপাশে বেড়া দেওয়া রয়েছে। তিনি সেখানে কাপড় দিতে গিয়ে পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ছেলে আলআমনি জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ লৌহজং উপজেলায়। তার বাবা মৃত মফিজ গাজী। তারা এক ভাই দুই বোন। মাকে নিয়ে উত্তর বাড্ডার ওই বাসার নিচতলাতে ভাড়া থাকতেন তারা। কি কারণে তিনি বাসার ছাদে গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই নারী ছাদ থেকে পড়ে গেছে বলে দাবি করছে তার স্বজনরা। তবে বিষয়টি তদন্তের জন্য বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।