সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় প্রডাকশন (উৎপাদন) কম হওয়ায় মোস্তাফিজুর রহমান নামের এক শ্রমিককে মারধর ও অন্ডকোষে আঘাত করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজা নীট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিক মোস্তাফিজুর রহমান কারখানার ৬ তলায় সুপারভাইজার পদে চাকরি করতেন।
শ্রমিকরা জানায়, সকালে ৬ তলায় সুপারভাইজার মোস্তাফিজুর কারখানায় আসলে তার উৎপাদন কম হওয়ার কারণ জানতে চান ফ্লোর ইনচার্জ জুয়েল রানা। এ সময় দুই জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাগান্বিত হয়ে ফ্লোর ইনচার্জ জুয়েল সুপারভাইজার মোস্তাফিজুরকে অন্ডকোষে আঘাত করেন। সঙ্গে সঙ্গেই মোস্তাফিজ ফ্লোরে পরে যায়। পরে তাকে রোজ ক্লিনিকে ভর্তি করা হয়। তবে রোজ ক্লিনিকে যাওয়ার আগেই ওই শ্রমিককে সরিয়ে নেয় কতৃপক্ষ।
এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার মোস্তাকিম বলেন, অভিযুক্ত ফ্লোর ইনচার্জকে আমারা চাকরিচ্যুত করেছি। আমাদের প্রতিষ্ঠানে গায়ে হাত তোলার নিয়ম নাই। যেই গায়ে হাত তুলবে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান জিরো টলারেন্স।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসএফ/কেএআর