ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দু’জন মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের খড়ক রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় পিকআপভ্যান চালক এবং কালিহাতীর সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু হয়েছে।

 

নিহত দু’জনের মধ্যে একজন হলেন জেলার ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের তারা মিঞার ছেলে জুয়েল মিঞা (২৯)। তবে নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, পণ্য বোঝাই পিকআপভ্যান নিয়ে ভূঞাপুরের খড়গ-নিকলা অরক্ষিত রেলক্রসিং পাড় হচ্ছিল জুয়েল। এ সময় ট্রেনে ধাক্কায় পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহতাবস্থায় চালক জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

অন্যদিকে একই সময় কালিহাতীর সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মারফিন হাসান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।