ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে খালে নারীর ভাসমান মৃতদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
বাবুগঞ্জে খালে নারীর ভাসমান মৃতদেহ প্রতীকী

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে একটি খাল থেকে মরিয়াম বেগম (৩৫) নামে এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত. হারুন হাওলাদারে স্ত্রী মরিয়াম বেগমের মৃতদেহ তার ঘরের পাশে সন্ধ্যা নদী সংলগ্ন একটি খালে ভাসতে দেখেন স্থানীয়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে জানিয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ভূতেরদিয়া এলাকার পার্শ্ববর্তী খালে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহত নারীর বয়স ৩০ থেকে ৩৫ হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, মরিয়াম বেগমের ১০ বছর বয়সী ছেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বসতঘরে তিনি একাই ছিলেন। কেউ ধর্ষণ করে পরবর্তীতে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।