জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার অবসর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়ার ওই বিনোদন কেন্দ্রের ইজারাদার ছামিউল এন্টারপ্রাইজ কে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।
জানা যায়, উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছ থেকে নির্ধারিত রেটের চেয়ে বেশি ভাড়া আদায় করায় জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা জানান, লাউচাপড়া বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছ থেকে মোটরযানের ওপর নির্ধারিত রেটের চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইজারাদার মো. ছামিউল হক কে এই অর্থদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এনএইচএইচ