ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
ফেনীতে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বিসিক এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

 

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- প্রবাসী তুষার (৪০) ও তার ভাই চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী বিপ্লব (৩২)। এছাড়া প্রনব (২২) এবং গাড়ি চালক সাজ্জাদ এ সময় গুরুতর আহত হয়েছেন।  

নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে। জানা যায়, চিকিৎসা নিতে ঢাকায় গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।  

আহত দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের খবর নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।