ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রাবাস থে‌কে অস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
ছাত্রাবাস থে‌কে অস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার

বরিশাল: ব‌রিশা‌লের সরকা‌রি সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের ছাত্রাবাস থে‌কে দেশীয় ধারা‌লো অস্ত্রসহ চার ব‌হিরাগত যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার কলেজটির আলমগীর ছাত্রাবাস থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতা‌হিন রহমান‌।

শ‌নিবার দুপু‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হয়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি টিম সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের আলমগীর ছাত্রাবা‌সে অভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় ব‌্যাড‌মিন্টন ব‌্যা‌গে লু‌কি‌য়ে রাখা দু‌টি দেশীয় ধারা‌লো অস্ত্রসহ ব‌হিরাগত চারজন‌কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কোতয়ালী ম‌ডেল থানায় মামলা দা‌য়ের এবং আদাল‌তে পাঠানোর পর তা‌দের জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়া‌রি ১৫, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।