ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ঢিলেঢালা স্বাস্থ্যবিধি

জি এম মুজিবুর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
রাজধানীতে ঢিলেঢালা স্বাস্থ্যবিধি

ঢাকা: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিধিনিষেধ গত ১৩ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও সঠিকভাবে মানা হচ্ছে না।

শনিবার (১৫ জানুয়ারি) থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা থাকলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। চালক ও যাত্রীর কারো মুখে মাস্ক নেই। পাশাপাশি নেই কোনো মনিটরিং।  

বাজার ঘাট, দোকানপাট সবই খোলা। সেখানেও নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। মিরপুর-১ নম্বর মাছের বাজার ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। সামাজিক দূরত্ব তো দূরের কথা কারো মুখে মাস্কটাও নেই। দুই একজনের মুখে থাকলেও সঠিকভাবে না পরে ঝুলিয়ে রেখেছেন।

মিরপুর-১৩ নম্বরে ফুটপাতে বসেছে কবুতরের হাট। সেখানে একজন আরেকজনের পাশাপাশি বসে আছেন, চলাফেরা করছেন। তাদের মাস্ক পরা তো দূরের কথা সামাজিক দূরত্ব বালাই নেই বললেই চলে।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
জিএমএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।