ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে লরিচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
গফরগাঁওয়ে লরিচাপায় নিহত ২ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধোপাঘাট এলাকায় লরিচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন।  

শনিবার (১৫ জানুয়ারি) সকালে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গফরগাঁওয়ের পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুল বেগম (৪৫)।

জানা গেছে, ধোপাঘাট এলাকায় অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন মাজেদা। এ সময় বালু বোঝাই একটি লরি পেছন থেকে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাজেদার নিহত হন এবং গুরুতর আহত হন আরেক যাত্রী বকুল। স্বজনরা আহত ওই নারীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।  

গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।