ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ট্রাক্টরচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
গাইবান্ধায় ট্রাক্টরচাপায় বৃদ্ধা নিহত

গাইবান্ধা: গাইবান্ধায় বালুবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় আহত হন আরও চারজন।

 

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়নের রমনাথের ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা স্টেশন বাদিয়াখালীর মনছুর আলীর স্ত্রী।  

স্থানীয়রা জানান, হাসিনা বেগমসহ একই পরিবারের ৫ সদস্য ফুলছড়ির কালিরবাজারের নতুন হাট থেকে ভ্যানে স্টেশন বাদিয়াখালীতে নিজ বাড়িতে আসছিলেন। তারা রমনাথের ভিটা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে হাসিনা বেগম রাস্তায় ছিটকে পড়ে যান। তখন দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাসিনা বেগম মারা যান। শিশুসহ আহত চার জনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।  

বাদিয়াখালি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যনের সাফাহেতুল হক পাভেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।