ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কানাইপুরে তুলার গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
কানাইপুরে তুলার গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি কানাইপুর বাজারে তুলার গুদামে আগুন

ফরিদপুর: ফরিদপুর সদরের কানাইপুর বাজারের একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি গুদাম মালিকের।

 

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত গুদাম মালিক আমির মিয়া বলেন, বিকেলের দিকে আমার গুদামে আগুন লাগে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তার আগেই গুদাম ও সব তুলা পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ফরিদপুর অফিসের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি পরিমাণ নির্ণয় করে সঠিক হিসাব বলা যাবে। তবে ১৫ লাখ টাকার ক্ষতির দাবি করছেন গুদাম মালিক।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।