ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ক্যানেলে এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
চিরিরবন্দরে ক্যানেলে এক ব্যক্তির মরদেহ ক্যানেলে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নে ডালিয়া ক্যানেল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৪০ বছর।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে ইউনিয়নের জোতরঘু গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল প্রত্যক্ষদর্শীদের বাংলানিউজকে জানান, দুপুরের দিকে স্থানীয়রা ডালিয়া ক্যানেলে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরনে ছিল প্যান্ট ও ফুলহাতা টি-শার্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার পরিচয় জানার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।