ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পোস্তগোলায় আলম গার্মেন্টসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
পোস্তগোলায় আলম গার্মেন্টসে আগুন

ঢাকা: রাজধানীর শ্যামপুর পোস্তগোলা লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসের সাত তলা ভবনের চার তলায় লাগা আগুন এক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট।

শনিবার (১৫ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

দিনগত রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও একটা বাড়িয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত পরে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আব্দুল হালিম বলেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। পোশাক কারখানাটি বন্ধ ছিল। এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এজেডএস/জেএইচটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।