ফেনী: শনিবার (১৫ জানুয়ারি) ফেনী জেলা আইনজীবী সমিতির ২০২২ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কার্যনির্বাহী সদস্যসহ ১৫ পদে ১০টিতেই জয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা।
সভাপতি পদে জয়ী হয়েছেন সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী নুরুল ইসলাম ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতিপ্রার্থী বিমল চন্দ্র শীল পেয়েছেন ১৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি পেয়েছেন ১৬২ ভোট। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল করিম মজুমদার পেয়েছেন ১৪৫ ভোট। অন্যান্য পদের মধ্যে দুটি সহসভাপতি পদের একটিতে সমন্বয় পরিষদের গোলাম মহিউদ্দিন অপরটিতে ঐক্য পরিষদের মো. জুলফিকার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মঈনুল ইসলাম, অডিটর পদে সমন্বয় পরিষদের মো. আলাউদ্দিন ভূঞা জয়লাভ করেন। লাইব্রেরি সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের প্রার্থীরা জয়লাভ করেন। তারা হলেন যথাক্রমে মো. হেদায়েত উল্যাহ, মো. রেজাউল করিম ভূঞা এবং মো. আনোয়ার ভূঞা।
এছাড়া সদস্য পদে জয়ী হলেন- ইয়াসিন আরাফাত তারেক(ঐক্য), প্রিন্স মাহমুদ চৌধুরী (ঐক্য), মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার (ঐক্য), নাসির উদ্দিন মিয়াজী (সমন্বয়), মহিব উল্লাহ খান (ঐক্য) এবং শাহ মোহাম্মদ কায়কোবাদ (আইনজীবী অধিকার রক্ষা পরিষদ)।
শনিবার জেলা আইনজীবী সমিতি ভবনের দোতলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩২৫জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট নুর হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভূঞা।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এসএইচডি/এএটি