ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বরিশাল: বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের শান্ত নীড় ভবনের পাঁচ তলার ছাদ থেকে পড়ে সুমাইয়া আক্তার জুঁই (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জুঁই ওই ভবনের ভাড়াটিয়া জসিম উদ্দিনের স্ত্রী।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধনতাবশত জুই পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। পরে তাকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি আজিমুল।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।