ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ৩৮ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
কুড়িগ্রামে ৩৮ কেজি গাঁজাসহ আটক ২ কুড়িগ্রামে ৩৮ কেজি গাঁজাসহ আটক ২।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মোটরসাইকেলে ট্রাভেল ব্যাগে করে পরিবহনের সময় ৩৮ কেজি গাঁজাসহ আব্দুল জলিল (৩৫) ও সাইফুল ইসলাম বাবু (১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক জলিল ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামের গোলাম মোস্তাফার ছেলে এবং সাইফুল শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী বোর্ডেরহাট এলাকার আব্দুল খালেকের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বাংলানিউজকে জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ফুলবাড়ী-বালারহাট সড়কের শিমুলবাড়ী ইউনিয়নের জকুরটল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।