ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় চোলাই মদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
বগুড়ায় চোলাই মদসহ আটক ১ বগুড়ায় চোলাই মদসহ আটক ১।

বগুড়া: বগুড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিশেষ অভিযানে ৪৮ লিটার চোলাই মদসহ শ্রী নবীন সরকার (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বগুড়া র‍্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক নবীন বগুড়া সদর উপজেলার চক আলম এলাকার শ্রী প্রমোথ সরকারের ছেলে ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে র‍্যাব-১২ সদস্যরা শহরের সাতমাথার বিআরটিসি ট্রাক ডিপোর সামনে অভিযান চালিয়ে নবীনকে আটক করে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, আটক নবীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।