ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হন।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার জাতপুরের পেয়ারাতলা এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) ও শুকুর মোড়লের ছেলে জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এছাড়া আহত আবু তালেব (৭০) একই গ্রামের মোজাম মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন মোটরসাইকেল আরোহী খুলনার চুকনগর থেকে তালার জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহত হন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম জানান, ঘাতক বাসটি (খুলনা মেট্রো-জ-১১-০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।