ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জামালপুর: জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৬ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উৎমারচর গ্রামের শহিজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইসলামপুরের ধর্মকুড়া মোড়ে দিনমজুরের (কামলা) জন্য যাচ্ছিলেন জাহাঙ্গীর। তবে ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ বাজারের মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।