ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় আরও ২ ডাকাত গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
পাথরঘাটায় আরও ২ ডাকাত গ্রেফতার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার গহরপুর গ্রামে সংগঠিত ডাকাতির ঘটনায় আরো দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক।

এ নিয়ে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করলো পাথরঘাটা থানা পুলিশ।

আটকরা হলেন, বরিশালের চরমোনাই ইউনিয়নের লতিফ গাজীর ছেলে মো. সুজন (২৮), বরিশাল সদরের চন্দ্রমোহন গ্রামের আজাহার হাওলাদারের ছেলে মো. মাছুম (৪৬), বরগুনার পাথরঘাটার বড়ইতলা গ্রামের আলতাফের ছেলে মো. মিজান।  

এর আগে, শনিবার (১৫ জানুয়ারি) পাথরঘাটা উপজেলা সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামে ডাকাতির ঘটনায় সুজনকে আটক করে পুলিশ।

বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, ডাকাতি করতে এসে জনতার হাতে ধৃত ডাকাতের দেওয়া তথ্যমতে এবং অধিকতর তদন্ত করে আমরা বাকি দুই আসামিকে বরগুনা থেকে তাদের আত্মীয় বাড়ি রোববার (১৬ জানুয়ারি) রাতে গ্রেফতার করতে সক্ষম হই।  

তিনি আরও বলেন, গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।