ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মধুখালীতে নসিমনের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
মধুখালীতে নসিমনের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় নসিমনের ধাক্কায় এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ফরিদপুর-ভাটিয়াপাড়া সড়কের মাজকান্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত কারো নাম পরিচয় জানা সম্ভব হয়নি।  

পুলিশ জানায়, দুপুরে মাজকান্দী এলাকায় একটি নসিমন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নিহত হন। এতে আহত হন শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের তিন যাত্রী।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।