ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মনির অবৈধ ব্যবসার মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে নিজ নামে মোট ২১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৫৯ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন। তিনি এসব সম্পদ নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্তকালে বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া তদন্তকালে তার আরও কোনো সম্পদ অবৈধ উপায়ে অর্জিত হয়েছে কিনা প্রমাণ পাওয়া গেলে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।