ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
সরকারি নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে জরিমানা

বরগুনা: বরগুনার আমতলীতে সরকারি বিধিনিষেধ না মানা ও জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী বরগুনা জেলার আমতলী পৌর শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বাপ্পি জানান, জনসচেতনতা বাড়াতে পথচারী, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ জনকে জরিমানা করা হয়। পরে তিনি পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। সবাইকে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।