ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রেলগেট পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
রেলগেট পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের  স্বজনের আহাজারি। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লায় রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড রেলগেটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রনি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের আবুল খায়েরের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশে চা বিক্রি করেন।  

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৯টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় পদুয়ার বাজার এলাকায় সড়কের দুই পাশের রেলগেটটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রনি রেলগেটের নিচ দিয়ে সাইকেল নিয়ে দ্রুত পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় পুরো শরীর থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।