ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
শান্তিনগরে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শান্তিনগর চামেলীবাগ এলাকায় একটি ভবনের চার তালার ছাদ থেকে পড়ে মাকসুদা বেগম (৪৯)  নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ  দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদার ভাগিনা মাহিম সরকার জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামে। শান্তিনগর চামেলীবাগের ওই বাসার চার তলায় ভাড়া থাকতেন তার খালা। আর তার খালু গোলাম মোস্তফা চামেলীবাগ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন।

তিনি জানান, তার খালা সকালে বাসার ছাদে গিয়েছিল গাছে পানি দিতে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পুলিশের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর ১৩টার দিকে মৃত ঘোষণা করেন।  

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, চামেলীবাগের ওই বাসার ছাদ থেকে এক নারী পড়ে গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।